ফেনীতে বিশ্বকাপ ক্রিকেট তারাকা সাইফউদ্দিনকে সংবর্ধনা
ফেনীতে বিশ্বকাপ ক্রিকেট তারাকা সাইফউদ্দিনকে সংবর্ধনা
ফেনী রিপোর্ট ডেস্ক:
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নিজ জন্মস্থান ফেনীতে ফিরে ভালবাসায় সিক্ত হয়েছেন অলরাউন্ডার ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন। সোমবার (০৮ জুলাই) বিকেলে ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাব ফেনীর আয়োজনে সাইফউদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বিকেলে মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে সংবর্ধনা স্থল ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নেওয়া হয়, সেখানে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন ফেনী জেলা প্রশাসক,পুলিশ সুপারসহ জেলার ক্রীড়া অনুরাগীরা ।
এসময় রাস্তার পাশে হাজারও ক্রিকেট প্রেমী,স্কুল- কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাকে এক নজর দেখতে রাস্তার দুই পাশে
ভিড় জমান।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরিফুল আমিন ভূঁইয়া রিজভীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ- সভাপতি ও পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুশেন চন্দ্র শীল,ফ্রেন্ডশীপ ক্রিকেট ক্লাবের সভাপতি চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবসহ জেলার ক্রীড়া অনুরাগীরা ।
এসময় ফেনী সদর মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন,হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক -শিক্ষার্থী, ফেনীর যুব ক্রীড়া ও সামাজিক সংগঠন ফেনী প্রগ্রেসিভ লিংক (এফপিএল),ফেনী ক্রিকেট ইনিস্টিটিউট সহ বিভিন্ন ক্রীড়া সংগঠনের কর্মকর্তা,প্রতিবেশী ও সাইফ উদ্দিনের পরিবারের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করে ফটো সেশনে অংশ নেন।
সাইফউদ্দিন তার বক্তব্যে বলেন, বাংলাদেশের কোন ক্রিকেটার তার নিজ জন্মস্থানে এরকম সংবর্ধনা পাচ্ছে কি না আমার জানা নাই। আমি গর্বিত ও আনন্দিত। সামনে শ্রীলংকা সফর সহ আরো অনেক সিরিজ রয়েছে সেখানে আমি আরো ভালো কিছু উপহার দিবো। তাই ফেনীবাসী সহ দেশের জনগণ আমার জন্য দোয়া করবেন ।
সাইফউদ্দিন আরও বলেন,ফেনী থেকে আমার মতো আরো সাইফুদ্দিন তৈরি হতে অনুশীলন করার জন্য তেমন কোন মাঠ নাই, তাই ফেনী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠটি সংস্কার করে অনুশীলন করার উপযোগী করার দাবি জানাচ্ছি ফেনীর জেলা প্রশাসকের কাছে ।
বর্তমান আধুনিক ক্রিকেটে একজন পেস বোলিং অলরাউন্ডারের জায়গা পূরণ করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। ইংল্যান্ড বিশ্বকাপে দলের পারফরম্যান্স ছাপিয়ে, ব্যক্তিগত নৈপুণ্যে যে কয়জন ক্রিকেটার আলোচিত হয়েছেন সাইফুদ্দিন তাদের মধ্যে অন্যতম। লোয়ার অর্ডারে টুকটাক ব্যাটিংয়ের পাশাপাশি, স্ট্রাইক বোলার হিসেবে ১৩ উইকেট নিয়েছেন ফেনীর এই ক্রিকেটার।
বিশ্বকাপে তিনি খেলেছেন মোট আটটি ম্যাচ। বাংলাদেশের যে কয়জন ক্রিকেটার সুনাম কুঁড়ে নিয়েছেন তাদের মধ্যে সাইফুদ্দিন একজন।