ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতবিক্ষত সড়ক সংস্কার হয়নি ৪ মাসেও,জনদূর্ভোগ চরমে
ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতবিক্ষত সড়ক সংস্কার হয়নি ৪ মাসেও,জনদূর্ভোগ চরমে
ফুলগাজী সংবাদদাতা:
ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙ্গে বন্যায় ক্ষতবিক্ষত সড়ক সংস্কার হয়নি ৪ মাসেও।ফলে জনদূর্ভোগ চরমে পৌঁছেছে।চলতি বছরের জুলাই মাসের শুরুতে প্রথম ধাপের বন্যায় জেলার ফুলগাজীর এসব গ্রামীন সড়কের ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত সড়কগুলো হল:বাশঁপদুয়া-বক্সমাহমুদ সড়ক, উত্তর দৌলতপুর শেখ রাসেল সড়ক,ফুলগাজী জিয়া সড়ক, সাহাপাড়া সড়ক ও জয়পুর সড়ক। এসব সড়কের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাশঁপদুয়া বক্সমাহমুদ সড়কটি।
কিছমত ঘনিয়ামোড়া বজল চকিদার বাড়ির পাশের এই সড়কের প্রায় ২শ মিটার ভেঙে পুকুরে পতিত হয়েছে। এছাড়াও উত্তর দৌলতপুর শেখ রাসেল সড়কের প্রায় ১শ মিটার অংশ ভেঙে জমিতে বিলীন হয়ে যায়। বাকী সড়কগুলোর কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
বন্যার পানি নেমে গেলে সড়কের ক্ষতচিহ্ন ভেসে উঠে।তবে,৪ মাস অতিবাহিত হলেও এখনো পর্যন্ত ভাঙা এসব সড়ক সংস্কার না হওয়ায় স্বাভাবিক যানচলাচল ব্যহত হচ্ছে।ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে গাড়ির চালক ও যাত্রীসাধারনকে।
এ সড়ক দিয়ে ফুলগাজী সদর হয়ে পরশুরাম,বক্সমাহমুদ,খন্ডলবাজার,মনুরহাট,বক্তারহাট,গজারিয়া,চাঁদগাজী ও ছাগলনাইয়া বাজারে যাতাযাত করে শতশত সিএনজি অটোরিক্সা,টমটম,মটরচালিত রিক্সা,ট্রাক,পিকাআপ সহ আরো অসংখ্য যাত্রীবাহী গাড়ি।চলাচল করে বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থীরা।
জনগুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিনে সংস্কার না করায় চরম ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী ও গাড়ি চালকরা।তারা বলেন, নদী ঘেঁষা পরশুরাম-বাশঁপদুয়া বক্সমাহমুদ সড়কটি বন্যার পানির তীব্র স্রোতে ক্ষত বিক্ষত হয়ে গেছে।যান চলাচল স্বাভাবিক রাখতে বন্যার পানি নামার পর সড়কটি মেরামতের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান ও স্থানীয় মেম্বারের নিকট বারবার যাওয়ার পরও তারা কোন উদ্যোগ নেয়নি।
পরে গাড়ি চালকরা নিজেদের পকেটের টাকা দিয়ে মাটি ফেলে কোন রকমে গাড়ি পারাপারের উপযোগী করলেও প্রতিনিয়ত সড়কের গর্তে গাড়ি উল্টে অনেক যাত্রী ও চালক আহত হতে হচ্ছে।সড়কটি দ্রুত মেরামতের জোর দাবী জানান স্থানীয়রা।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও এলজিইডিকে নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন,এটি এলজিইডির সড়ক।তারাই এটি মেরামত করবে।
উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মনির হায়দার বলেন,ফুলগাজীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ টি সড়ক ও ১টি কালভার্ট চিহ্নিত করা হয়েছে। আমরা ইতোমধ্যে উর্ধতন কর্তৃপক্ষকে প্রাক্কলন সহ প্রস্তাব প্রেরণ করেছি,বরাদ্দ এলে দ্রুত সংস্কার কাজ শুরু করা হবে।
প্রসংঙ্গত,জেলার ফুলগাজী উপজেলায় প্রতিবছর বর্ষামৌসুমে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানির চাপে প্রবাহমান মুহুরী নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। ফলে নদীর পাড়ে বসবাসরত মানুষের ঘরবাড়ি,রাস্তাঘাট ও পোল কালভার্টের ব্যপক ক্ষতি হয়।