সোনাগাজীতে মেয়র প্রার্থী নিয়ে আ’লীগে দ্বিধা বিভক্তি
সোনাগাজীতে মেয়র প্রার্থী নিয়ে আ’লীগে দ্বিধা বিভক্তি
সোনাগাজী সংবাদদাতা :
সোনাগাজী পৌরসভা নির্বাচনে ক্ষমতাসিন আ’লীগের প্রার্থী নিয়ে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে। জেলা আ’লীগের তৃণমূল প্রার্থী বাছাই পক্রিয়া শেষে তিন প্রার্থী নাম ঘোষণা করায় এ সংকট আরো প্রকট হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফেনী জেলা আওয়ামী লীগের সিদ্বান্তে সোনাগাজী পৌরসভা নির্বাচনে অংশ নিতে মনোনয়ন প্রত্যাশী হয়ে ৭ জন দলীয় মনোনয়ন ফরম গ্রহণ ও জমা প্রদান করেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, পৌর আ'লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক এপোলো, পৌর আ’লীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম, আ’লীগ নেতা নুর আলম মিস্টার, আ’লীগ নেতা সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুর নবী লিটন, যুবলীগ নেতা জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন ভুঞা- আরিফ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শরীয়ত উল্লাহ রনি।
গত ৪ ডিসেম্বর শুক্রবার তৃণমূল ভোট যাচাই-বাছাই করে ৭ জন প্রার্থীর মধ্যে থেকে জেলা আ’লীগ তিনজনকে প্রাথমিক প্রার্থী হিসবে মনোনীত করেন। তারা হলেন, বর্তমান মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুর নবী লিটন, পৌর আ’লীগ সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটোয়ারী। এদের তিনজনের নাম জেলা থেকে কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়া হবে। তাদের থেকে একজনকে কেন্দ্র (নৌকার) চূড়ান্ত প্রার্থী হিসাবে মানোনীত করা হবে।
জানা যায়, আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে অধিকাংশই বিভিন্ন অভিযোগে বর্তমান মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের প্রতি অসন্তুষ্ট। গত ১৩ সেপ্টেম্বর দুদক কার্যালয়ে দূর্নীতি দমন কমিশন চেয়ারম্যান ও সচিব বরাবরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সড়ক উন্নয়নের নামে লুটপাটের অভিযোগ এনে দুই দফা লিখিত অভিযোগ দাখিল করেন (প্রার্থী) আ’লীগ নেতা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুর নবী লিটন এবং যুবলীগ নেতা ও ফেনী জেলা পরিষদ সদস্য নাছির উদ্দিন আরিফ ভুঞা।
এদিকে নেতাদের মধ্যে দ্বিধা বিভক্তি এবং জেলা আওয়ামী লীগের তৃণমূলে মেয়র পদে তিনজনকে প্রার্থী হিসাবে মনোনীত করায় সোনাগাজী পৌর শহর আ’লীগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তৃণমূল নেতা কর্মীরাও প্রার্থী চূড়ান্ত না হওয়ায় বিভ্রান্তির মধ্যে রয়েছেন। যে যার মতো করে সতর্কতার সাথে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখছেন। প্রাথমিক মনোনীত তিনজন ইতিমধ্যে কেন্দ্রীয় চূড়ান্ত মনোনীত বোর্ডকে ম্যানেজ করার আশায় ব্যস্ত সময় পার করছেন। চূড়ান্ত ভাবে মনোনীত না হওয়া পর্যন্ত সম্ভাব্য প্রার্থীরাও কোনো ধরনের জামেলায় জড়াতে চান না।
সম্ভাব্য প্রার্থী নুর নবী লিটন জানান, আশা করি কেন্দ্র সবদিক পর্যালোচনা করে চূড়ান্ত ভাবে আমার পক্ষে নৌকার রায় দিবে। আমি তিন বারের নির্বাচিত কাউন্সিলর ও কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে একবার প্যানেল মেয়র হিসাবে নির্বাচিত হই।
পৌর আ’লীগের সহ-সভাপতি মঞ্জুরুল হক এ্যাপেলো জানান, তৃণমূল মেয়র প্রার্থী বাচাই যে পক্রিয়ায় হয়েছে তা সন্তোষ জনক নয়। নেতা-কর্মীরা পরিবর্তন চায়। তাদের দাবির মুখে প্রার্থী হয়ে ছিলাম।
বর্তমান মেয়র এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, নির্বাচনকে সামনে রেখে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়েছে। আল্লাহ সহায় হলে কেউ কিছু করতে পারবে না।