ফেনী সরকারী কলেজ এবারও সেরা
ফেনী সরকারী কলেজ এবারও সেরা
নিজস্ব সংবাদদাতা:
ফেনী সরকারি কলেজ এবারও চট্টগ্রাম বিভাগে সেরা কলেজ নির্বাচিত হয়েছে। ২০১৯ সালেও কলেজটি বিভাগে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি পেয়েছিল।
পাবলিক পরীক্ষার ফলাফল, শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত, সামগ্রিক পরিবেশ মূল্যায়ন করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ১০ বিদ্যাপিঠের শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতার মান, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, মাল্টিমিডিয়া কাস রুমের ব্যবহার, আইসিটি ল্যাবের ব্যবহার, অবকাঠামোগত সুবিধা, জাতীয় দিবস সমূহ উদযাপন, গ্রন্থাগার ও বিজ্ঞানাগার সুবিধা, প্রত্যেক ভবনে সুপেয় পনির ব্যবস্থা, স্কাউট, গালর্স গাইড, রোভার, বিএনসিসি ও যুব রেড ক্রিসেন্টে কার্যক্রম তথা শিক্ষার সামগ্রিক পরিবেশ মূল্যায়ন করে বিভাগীয় পর্যায়ে শতবর্ষের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী এ বিদ্যাপিঠকে সেরা ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, প্রফেসর বিমল কান্তি পাল কলেজটির অধ্যক্ষ হিসেবে যোগদানের পর কলেজে ব্যাপক ইতিবাচক পরিবর্তন এনেছেন। যা অভিভাবক মহলে বেশ প্রশংসা কুড়িয়েছেন। ডিজিটাল হাজিরা (বায়োমেট্টিক) চালু, কলেজ ক্যাম্পাসে ক্লোজ সার্কিট ক্যামরা স্থাপন, কলেজ মসজিদে জুমার নামাজ চালু, বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং মনিটরিং ব্যবস্থা উন্নত করায় একাডেমিক কার্যক্রম অনেক গতিশীল হয়েছে বলে মনে করেন অভিভাবক মহল।
কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল জানান, দ্বিতীয়বারের মতো ফেনী সরকারি কলেজ বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে। গৌরব আর ঐতিহ্যের হাত ধরে প্রতিষ্ঠানটি সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে চলেছে। করোনাকালে প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থায় বিপর্যয় নেমে এলেও অনলাইনের মাধ্যমে শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টা ও শিক্ষার্থীদের আন্তরিকতায় শ্রেণি কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে নিবিড় সংযোগ স্থাপন করা হয়েছে। গ্রীন ক্যাম্পাস ও ক্লিন ক্যাম্পাস প্রতিষ্ঠার উদ্যোগ রয়েছে। তাছাড়া,বর্তমান সরকার গুনগত শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছে। শিক্ষাবান্ধব সরকারের কর্মসূচি বাস্তবায়নে ফেনী সরকারি কলেজ প্রশাসন নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানা গেছে,চট্টগ্রাম বিভাগের প্রথম হয়েছে কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজ।এছাড়া পর্যায়ক্রমে বাছাইকৃত শ্রেষ্ঠ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ফেনী সরকারী কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, ব্রাহ্মণবাড়ীয়া সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, হাটহাজারী কলেজ, চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, চাঁদপুর সরকারি কলেজ।