ফেনীতে খেলাফত মজলিসের ইফতার




৩১ মার্চ ২০২৩ ইং

ফেনী রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিস ফেনী জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির  ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন- পবিত্র মাহে রমজান হচ্ছে আল কোরআন নাজিলের মাস। এই মাসের মূল শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন। আর তাকওয়াবান মানুষ  রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের দূর্নীতি, লুটপাট ও হয়রানি বন্ধ হবে।

কোনো আলেম-ওলামা এবং সাধারণ মানুষকে অন্যায়  অত্যাচারের শিকার হতে হবে না। ঈদের আগেই খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকসহ সকল কারাবন্দী আলেমদের মুক্তির দাবী জানিয়ে তিনি বলেন-নির্যাতন চালিয়ে ক্ষমতা রক্ষা করা যাবে না। ঈদের আগে আলেমদের মুক্তি না দিলে কঠোর আন্দোলন ঘোষণা করার হুমকি দেন। 

ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন এর সভাপতিত্বেঅ নুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া ও কুয়েত শাখার সভাপতি মাওলানা হারুন । আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন 

রিয়াদ শাখার সাবেক সেক্রেটারি মাওলানা নাজমুল আলম ও ফেনী শহরের এফ রহমান এসি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি  মাওলানা ওমর ফারুক।

জেলা সভাপতি সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আবু বকরের পরিচালনায় ইফতার  মাহফিলে আরো উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি মাওলানা আমির হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মুফতি আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মাওলানা রিদওয়ান উল্লাহ, মাওলানা আব্দুল হক, মাওলানা মাঈন উদ্দিন, পৌর সভাপতি মাওলানা জামাল উদ্দিন, যুব মজলিসের এনামুল হক,  ছাত্র মজলিসের জেলা সভাপতি মুহাম্মদ আশরাফসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী ।