ফেনী রিপোর্ট ডেস্ক:ফেনীতে ফারুক আহম্মেদ (৫৫) নামের এক ঠিকাদারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (২৯ জুলাই) দুপুরে দিকে শহরের ডাক্তার পাড়া এলাকার নুরুজ্জামান উকিল সড়কের গুলশান মঞ্জিলের ৫ম তলার ফ্ল্যাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারুক আহমেদ জেলার ফুলগাজী উপজেলার মুন্সির হাট ইউনিয়নের করইয়া গ্রামের সালেহ আহম্মেদের ছেলে। তিনি ওই বাসায় দীর্ঘদিন যাবত ভাড়া থাকতেন ও ঠিকাদারী পেশার সাথে সম্পৃক্ত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ওই বাসা থেকে আশপাশে দুর্গন্ধ ছড়ায়। পরে বাড়ির মালিকসহ বিভিন্ন ইউনিটে গিয়ে ভাড়াটিয়ারা দুর্গন্ধের স্থান খুঁজতে থাকেন। একপর্যায়ে তারা ফারুক আহমেদের ভাড়া নেয়া ইউনিটের থেকে দুর্গন্ধ আসছে বলে নিশ্চিত হন। কিন্তু ওই ইউনিটের ভেতর থেকে দরজা আটকানো থাকায় স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ফারুক আহমেদের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ফারুক আহমেদের দুইটি সংসার আছে। তিনি একাই গুলশান বিল্ডিংয়ে ভাড়া থাকতেন। গত কয়েকদিন তার বাসার দরজার ভেতর থেকে আটকানো ছিলো। খবর পেয়ে তার স্ত্রীরা মরদেহ দেখতে আসেন৷
ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ওই ঘরে ঢুকে চেয়ারে বসা অবস্থায় ফারুক আহমেদ নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে৷ ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে কি কারণে মারা গেছে তার নিশ্চিত বলা যাবে।