নিজস্ব প্রতিবেদকঃ
মুক্তির ৭১ নিউজ ডটকম সিলেট জেলা প্রতিনিধি সাংবাদিক, মুক্তিযোদ্ধা সন্তান এম.জেড. খালেদ এর উপর হত্যার হুমকি অজ্ঞাত নাম্বার থেকে প্রথমে কল আসে সাংবাদিক ব্যাস্ত থাকায় পরে কল রিটার্ন করলে উক্ত নাম্বার এর নাম্বারধারী অজ্ঞাত ব্যাক্তি ফোন রিসিভ করেন নি তার কিছু সময় পরে ম্যাসেজ দিয়ে"কুকুরের বাচ্ছা তাড়াতাড়ি মরতে চাসতো" হত্যার হুমকি নিশ্চিত করেন সিলেট জেলা প্রতিনিধি এইদিন ২০/০৭২০২২ সিলেটের কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি(জিডি) করেন পরে উক্ত জিডি সাইবার নিরাপত্তা(ব্যুলিং) হিসাবে মামলা হিসাবে গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট আদালত বর্তমানে উক্ত সাংবাদিক নিরাপত্তা বিঘ্নিত এবং আশংকায় হুমকির সম্মুখীন আছেন বলে জানান তাছাড়া তিনি উক্ত থানার অফিসার ইনচার্জ, অফিসার তদন্ত কেও অবগত করেন বর্তমানে উক্ত মামলা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার অনুরোধ সহ থানা কর্মকর্তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিবেন বলে আশ্বস্থ করেন। মামলার তদন্তে একজন পুলিশের এস আই র দায়িত্বে তদন্তাধীন রয়েছে বলে সাংবাদিক মুক্তির ৭১ নিউজ ডটকম এর কাছে জানিয়েছেন।