ফেনী রিপোর্ট ডেস্ক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সম্পত্তি ক্রোকের প্রতিবাদে পুলিশি বাঁধা উপেক্ষা করে শনিবার (৭ জানুয়ারি) বিকালে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বিকালে প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে শহরের ট্রাংক রোডে পৌঁছালে সেখানে পুলিশ বাধা দেয়। বাধা অতিক্রম করে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে ছাত্রদলের ৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এব্যপারে জানতে চাইলে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানান , অতর্কিতভাবে পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করেছে এবং ছাত্রদলের ৪নেতাকর্মীকে আটক করে নিয়ে গেছে। এ ঘটনা জেলা ছাত্রদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে ।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান , জন গুরুত্বপূর্ণ স্থানে মিছিল করে জনদুর্ভোগ সৃষ্টি করায় পুলিশ মিছিলকারীদের বাধা দেয়। এতে মিছিলকারীরা পুলিশর ওপর চড়াও হলে ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।