ফেনী রিপোর্ট ডেস্ক :
ফেনীতে শেখ কামাল দ্বিতীয় যুব গেমসের উদ্বোধন করা হয়েছে। রোববার (৮ জানুয়ারি) জেলার ভাষা শহীদ আব্দুস সালাম স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নজরুল ইসলাম লেদু।
জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন পাটোয়ারী, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা শমসাদ বেগম, দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া,
ফুলগাজী উপজেলা ভূমি উপজেলার সহকারী কমিশনার ভূমি আল আমিন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল হাশেম, পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরিফ মজুমদার, ফুলগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মজুমদার, সোনাগাজী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রিপন।
আয়োজক কমিটি জানান, এবারের প্রতিযোগিতায় মোট ৭ ইভেন্টে। প্রতি উপজেলায় ১টি করে দল অংশ নিচ্ছে। ৯ জানুয়ারি বিকালে ফুটবল ও হ্যান্ডবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারি অ্যাথলেটিক্স, সাতার, দাবা, ব্যাডমিন্টন, কারাতের মাধ্যমে প্রতিযোগিতা শেষ হওয়ার কথা রয়েছে।