ফেনী রিপোর্ট ডেস্ক :১০ জানুয়ারি (মঙ্গলবার) ফেনী আসছে দক্ষিণ এশিয়ার বিখ্যাত সঙ্গীত শিল্পী নগর বাউল জেমস।রোববার(০৮ জানুয়ারি) ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি এতথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফেনী পৌর আ'লীগের উদ্যোগে সরকারি পাইলট হাই স্কুল মাঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
এদিকে রোববার (০৮ জানুয়ারি) বিকেলে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পৌর আ'লীগের সাধারণ সম্পাদক ও মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেমস ও মাইলস ভক্তদের অনুরোধ জানিয়ে মেয়র স্বপন মিয়াজী বলেন,সকলের সহমর্মিতা ও ভাতৃত্ববোধ বজায় রেখে আনন্দ উপভোগ করবেন। আপনার ধারা আপনার পাশে থাকা কোনো ভাই-বোন, কারো পরিবারের কোন সদস্য অপমানিত বা হেনস্তের শিকার না হয় সে বিষয়ে সকলকে সতর্কতার সাথে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।
মাঠ পরিদর্শন শেষে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শাহাদাৎ হোসেন বলেন, পুলিশের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সুন্দর ভাবে সফল করার লক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা দেওয়া হবে। যাতে করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এছাড়াও সিভিলে এবং পোশাকে পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন থাকবে। দর্শকরা আনন্দঘন পরিবেশে যাতে প্রোগ্রামটি উপভোগ করতে সেজন্য শেষ হওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা অনুষ্ঠানস্থলের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াই অংপ্রু মারমা, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমূখ।