সোনাগাজীতে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করা হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) বিকেলে জেলার সোনাগাজী সদর ইউনিয়নের চর খন্দকার গ্রাম থেকে শকুনটি উদ্ধার করা হয়।
জেলা বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, ২০ কেজির বেশি ওজনের বিশাল আকৃতির হিমালয়ান শকুনটি ঠান্ডার কারণে হিমালয়ের পাদদেশ থেকে উষ্ণ আবহাওয়ার সন্ধানে বাংলাদেশে ছুটে এসেছে। এটি ডানা মেলে প্রায় সাড়ে ৫ ফুট। উচ্চতা আড়াই ফুটের ওপরে।
সোনাগাজী উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শকুনটি উদ্ধার করে চিকিৎসার জন্য ফেনী ওয়াইল্ড লাইফ রেসকিউ টিমের তত্ত্বাবধানে রেখেছি। সুস্থ হলে অবমুক্ত করে দেব।’
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার সদর ইউনিয়নের চর খন্দকার গ্রামে নদীর পাশে আহত অবস্থায় শকুনটিকে দেখতে পেয়ে স্থানীয় বন বিভাগকে জানানো হয়। পরে ফেনীর সামাজিক বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম এসে শকুনটিকে উদ্ধার করে।
ফেনীর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মাকসুদ আলম বলেন, শকুনটি সুস্থ হলে ঢাকায় কিংবা ফেনীতে অবমুক্ত করা হবে।