নিজস্ব সংবাদদাতা:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফেনীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি)বিকালে শহরের তাকিয়া রোডে সদর উপজেলা বিএনপির কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নির্দেশনায় ফেনীতে এ কর্মসূচীর আয়োজন করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারী।
জেলা যুগ্ম সম্পাদক মঈনুল হাসান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি এর যুগ্ম আহবায়ক গাজী হাবিবুল্লাহ মানিক।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শরীফুল ইসলাম রুবেল,জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল,সদস্য মেজবাহ মিয়াজী,পৌর ছাত্রদলের সদস্য সচিব ইবু পাটোয়ারী,ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাহিদুল আবেদীন সাগর, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত,সদর উপজেলা ছাত্রদল নেতা জাহেদ হাসান রনি,সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্য নোমান পৌর ছাত্রদল নেতা অর্পন,লেমুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা রবিন প্রমূখ ।