বৃহস্পতিবার (১৯জানুয়ারি) বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে চাঁদপুর জেলা তরুণ দলকে ২-১ ঘোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফেনী জেলা তরুণ দল।
অন্যদিকে চট্টগ্রাম তরুণী দলকে ২-০ ঘোলে হারিয়ে চ্যম্পিয়ন হয় পার্বত্য রাঙ্গামাটি তরুণীদল। খেলায় ১১ জেলা থেকে ১১টি দল অংশ গ্রহন করেন।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কে বি এম জাহাঙ্গীল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ফেনীর উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য দেলোয়ার হোসেন ডালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনীর সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংফু মার্মা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জেলা যুবলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক চৌধুরী আহম্মেদ রিয়াজ আজিজ রাজীব প্রমূখ।