দাগনভূঞা সংবাদদাতা :দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশনের (ডিসিএ) আয়োজিত আপন গোল্ড দুবাই চ্যাম্পিয়ন ট্রফি-২০২৩ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন উপজেলার উত্তর আলীপুর ক্রীড়া সংঘ।
শুক্রবার (২০ জানুয়ারি) দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় চট্রগ্রামস্থ বাকলিয়া অগ্রসর ভয়েস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয় উত্তর আলীপুর ক্রীড়া সংঘ।
খেলায় বাকলিয়া অগ্রসর ভয়েস ক্লাব ২০ ওভারে ৭ উইকেটে ২২৯ রান করে। জবাবে উত্তর আলীপুর ক্রীড়া সংঘ ৬ উইকেট হাতে রেখেই জয়ী হয়।
ম্যান অব দ্য ম্যাচ হন সোহেল রানা । সেরা বোলার পুরস্কার জিতেন রাজু খান এবং সেরা ব্যাটসম্যান ইমরান। পরে জাকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ওমর শরীফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
দাগনভূঞা ক্রিকেট এসোসিয়েশনের সহ-সভাপতি নবীউল হক খানসাবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল হুদা সেলিম, মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, আপন গোল্ড দুবাইয়ের সত্ত্বাধিকারী ইসমাইল হোসেন, দাগনভূঞা প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম খান, ব্যবসায়ী আলমগীর হোসেন।