সোনাগাজী সংবাদদাতা :সোনাগাজীতে দুটি চেরাই গরুসহ মেহেদী হাসান মাসুদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ জানুয়ারি) ভোর রাতে জেলার সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ইসলামপুর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মেহেদী কুমিল্লার চান্দিনা উপজেলার নুরপুর দোল্লাই নবাবপুর গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, ভোর ৪টার দিকে একটি পিকআপযোগে ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের নবী উল্যাহর বাজার এলাকার থেকে গরুগুলো চুরি করে পালানোর সময় রাত্রীকালীনটহল পুলিশ পিকআপসহ গরু দুটি জব্দ এবং মেহেদী হাসানকে গ্রেফতার করে।
এ ঘটনায় গরুর মালিক আবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
সোনাগাজী মডেল থানার ওসি মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান বিষয়টি নিশ্চিত করেছেন।