বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • ফেনী

  • বিশ্ব

    তুরস্কে ভূমিকম্পের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আটক-হয়রানি

    sbit থেকে
    প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং
          1887
    ছবি:
      Print News

    তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সংবাদ প্রকাশ ও এসব ঘটনা নিয়ে মতামত দেওয়ায় সাংবাদিক ও রাজনৈতিক আলোচকদের আটক করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে ‘ভুয়া খবর’ ছড়ানোর তদন্ত করা হচ্ছে। কোনো কোনো সাংবাদিককে হয়রানি এবং সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখা হয়েছে। ভূমিকম্পের সংবাদ প্রকাশ করেছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক মির আলী কোসের। ৬ ফেব্রুয়ারি আঘাত হানা এ ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ২০০ মাইল দূরে ছিল তাঁর অবস্থান। কিন্তু তারপরও এ ভয়াবহ সংবাদ শুনে তিনি ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান। সেখানকার পরিস্থিতি জানানোর পাশাপাশি ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা ব্যক্তিদের সাক্ষাৎকার সংগ্রহ করেন। উদ্ধারকারী ও ধ্বংসস্তূপের নিচে বেঁচে থাকা মানুষের গল্প সংগ্রহ করে তিনি টুইটারে পোস্ট করে মানুষকে জানিয়েছেন। সাংবাদিক মির আলী কোসেরের বিরুদ্ধে অভিযোগ—তিনি ‘ভুয়া খবর’ ছড়িয়েছেন। এ ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে তাঁর। ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে অন্তত ৫০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। তুরস্কে ভূমিকম্প নিয়ে যাঁরা প্রতিবেদন বা মন্তব্য করেছেন, তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে—এমন অন্তত চার সাংবাদিকের মধ্যে মির আলী কোসের একজন। প্রেস ফ্রিডম গ্রুপগুলো বলছে, এ ঘটনায় আরও কয়েক ডজনকে আটক ও হয়রানি করা হয়েছে বা তাঁদের সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখা হয়েছে। তবে তুরস্কের কর্তৃপক্ষ আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 539652

    প্রধান সম্পাদক : এস এম ইউসুফ আলী

    নির্বাহী সম্পাদক : শাহাদাত হোসাইন 

    বার্তা সম্পাদক : এম ডি ফখরুল ইসলাম

    তাসলিমা লিমু কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।

    হাজী শাহ আলম টাওয়ার , শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।

    মোবাইল: ০১৮১২-১৫৯৯৬১, ০১৯১৯-১৫৯৯৬১, ০১৮১১ ৬৪০৬০৮

    ই-মেইল : eusufpress@gmail.com, newsfenireport.com