শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিশুদের শিক্ষাকে আনন্দময় করতে হবে। তাহলে শিশুরা আনন্দের সঙ্গে শিখবে এবং সেই শিক্ষাটা মনে থাকবে। তবে তাদের ভয় দেখিয়ে শেখানো যাবে না। এছাড়া ২০২৫ সালের মধ্যে দেশের সব ক্লাসরুম ডিজিটালাইজড করা হবে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত ‘মেধাবীর সুপারনোভা’ ও ‘কিডস ব্রেইন বিল্ডার’ অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘আমাদের এখন হাতে হাতে মোবাইল ফোন। ইন্টারনেট গ্রাহক ১৩ কোটির মতো। যদি এই ডিভাইসের মাধ্যমে কিছু শেখা যায়, নিজের ব্রেইন ডেভেলপ হয়, পড়াশোনা করা যায়, তাহলে সেটা আসক্তি না। এক্ষেত্রে কোনো অ্যাপ যেন আমাদের আসক্তির দিকে নিয়ে না যায়, সেটা আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে। স্বতঃস্ফূর্তভাবে শেখার সুযোগ পেলে শিশুরা নিজে নিজেই অনেক কিছু শিখে ফেলতে পারে। অ্যাপ দুটি শিশুদের শেখা ও জানাকে আরও সহজ করে তুলবে।
তিনি আরও বলেন, আমরা যা বলি সব সময় তা বোঝাতে পারি না। এই অ্যাপস হচ্ছে যোগাযোগের একটি মাধ্যম। এটার মাধ্যমে আমরা যা বলব, সেটা যাতে ভালোভাবে বোঝাতে পারি বা বুঝতে পারি, অ্যাপসটা সেই কাজ করবে। আমাদের ভাবতে শিখতে হবে, সূক্ষ্ম চিন্তা করতে পারাটা জরুরি, সব কিছু শিখতে হলে বই থেকে যেমনি শিখব, এর পাশাপাশি এই অ্যাপসগুলোর মাধ্যমেও আমরা শিখব।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এই ডিজিটাল যুগের চাহিদা মেটাতে ও শিক্ষার্থীদের কৌতূহল ধরে রাখতে শিক্ষার্থীদের জানা ও শেখার মাধ্যম হতে হবে মহাকাশের মতো বিস্তৃত, সহজ ও আনন্দময়। আমার বিশ্বাস, শিক্ষা ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমেই আগামীর বাংলাদেশ ও তরুণ প্রজন্ম এগিয়ে যাবে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণের দিকে।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন- এসিআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, স্বপ্নের নির্বাহী পরিচালক হাসান নাসির ও প্রজেক্ট লিডার মো. মনিরুজ্জামান। এতে উপস্থিত ছিলেন এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা।
মেধাবীর সুপারনোভা ও কিডস ব্রেইন বিল্ডার আপ দুটি প্লে-স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।
প্রধান সম্পাদক : এস এম ইউসুফ আলী
নির্বাহী সম্পাদক : শাহাদাত হোসাইন
বার্তা সম্পাদক : এম ডি ফখরুল ইসলাম
তাসলিমা লিমু কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
হাজী শাহ আলম টাওয়ার , শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।
মোবাইল: ০১৮১২-১৫৯৯৬১, ০১৯১৯-১৫৯৯৬১, ০১৮১১ ৬৪০৬০৮
ই-মেইল : eusufpress@gmail.com, newsfenireport.com