সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারিভাবে চট্টগ্রামের কাপ্তাই ৭ মেগাওয়াট ও সরিষাবাড়ির ৩ মেগাওয়াটের পর ফেনীর সোনাগাজীর সমুদ্র উপকূলে ২০২১ সালে শুরু হয় বৃহত্তম ৭৫ মেগাওয়াট উৎপাদনক্ষমতার এ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ।
জানা যায়, প্রকল্প ব্যয় ধরা হয় ৭৫৬ কোটি ৭৬ লাখ টাকা। এতে অর্থায়ন করছে বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার ও ইলেকট্রিক জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ। ইজিসিবির সার্বিক তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন করছে চীনের ট্রিমা ও এইচওয়াইডিসি নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বর্তমানে দেশের সবচেয়ে বড় এ সৌরবিদ্যুৎ প্রকল্পে শেষপর্যায়ে প্যানেল বসানোর কাজ চলছে। ইতোমধ্যে ১ লাখ ৭৮ হাজার প্যানেলের মধ্যে ৫০ শতাংশ বসানো হয়েছে। নির্মাণকাজ শেষে মে মাসেই বিদ্যুৎ উৎপাদনে যাবে প্রকল্পটি।
পাশাপাশি প্রকল্পটি উৎপাদনে যাওয়ার পর একই জায়গায় আরও ২০০ মেগাওয়াট সৌর ও গ্যাসনির্ভর বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে ফেনীর সমুদ্র উপকূলের জলোচ্ছ্বাস ও বাতাসের গতিবেগের ১০০ বছরের সমীক্ষার বিবেচনায় গোটা প্রকল্প এলাকায় লবণাক্ত পানি রোধে ৫মিটার উচ্চতার ৮ কিলোমিটার বাঁধ দেয়া হয়েছে।
আর কর্তৃপক্ষ বলছে, এখানকার ২৭৪ একর ভূমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি প্যানেলগুলোর নিচের অংশে ও কৃত্রিম খালে শাকসবজি উৎপাদন করে কৃষিতেও অবদান রাখা হবে।
জেলার সোনাগাজী ৭৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, চলতি বছরের মে মাসে এ প্রকল্প থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে। এ ছাড়া এখানে আরও দুটি ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্প পরিকল্পনাধীন। শিগগিরই এর কাজ শুরু করা হবে।