বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ ইং
  • প্রচ্ছদ

  • বাংলাদেশ

  • রাজনীতি

  • বিশ্ব

  • বাণিজ্য

  • মতামত

  • খেলা

  • বিনোদন

  • চাকরি

  • জীবনযাপন

  • শিক্ষা

  • প্রযুক্তি

  • ফেনী

  • বাংলাদেশ

    ফেনীতে জিপিএ-৫ পেয়েছে ১২১৬ জন, শতভাগ পাশের তালিকায় ৬ স্কুল

    ডেস্ক রিপোর্ট থেকে
    প্রকাশ: ২৯ জুলাই ২০২৩ ইং
          1616
    ছবি:
      Print News

    ফেনী রিপোর্ট ডেস্ক :
    এবারের এসএসসি পরীক্ষায় ফেনীর ১৮৫টি স্কুল থেকে ১৮ হাজার ১৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৪ হাজার ২৭৭ জন। পাশের হার ৭৯ দশমিক ২৩ । জিপিএ-৫ অর্জন করেছে ১ হাজার ২শ ১৬ জন।এর মধ্যে শতভাগ পাশ করছে মাত্র ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

    জেলা প্রশাসনের তথ্য মতে,এ জেলায় সবচেয়ে ভালো ফলাফল করেছে দাগনভূঞা উপজেলায়। এ উপজেলা থেকে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪০৩ জন অংশ নিয়ে ২৯৬০ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। পাশের হার ৮৬ দশমিক ৯৮ ।

    পাশের হারে সব চেয়ে পিছিয়ে আছে ফুলগাজী উপজেলা। এ উপজেলার ২১টি বিদল্যালয় থেকে ১৫০৫ জন অংশ নিয়ে পাস করেছে ১০০২ জন। জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। পাশেষ হার ৬৬ দশমিক ৫৮ ।

    তবে জিপিএ-৫ এর তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ফেনী সদর উপজেলা। এ উপজেলার ৬৫টি প্রতিষ্ঠান থেকে ৭৩১২ জন অংশ নিয়ে পাস করেছে ৫৯০৮ জন। জিপিএ-৫ লাভ করেছে ৮১৮ জন। পাসের হার ৮০ দশমিক ৮০ ।

    এছাড়াও জেলার ছাগলনাইয়া উপজেলার ৩০টি প্রতিষ্ঠান থেকে ২০৩১ জন অংশ নিয়ে পাস করেছে ১৭০৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৯১ জন। পাসের হার ৮৪ দশমিক ১০।

    পরশুরাম উপজেলায় ১৮ প্রতিষ্ঠানের ১২৭৮ জন অংশ নিয়ে ৯৪৯ জন পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন। পাসের হার ৭৪ দশমিক ৭৬।

    সোনাগাজীর উপজেলায় ২৩টি বিদ্যালয় থেকে ২৪৯০ জনের মধ্যে পাস করেছে ১৭৫০ জন। পাসের হার ৭০ দশমিক ২৮ । জিপিএ-৫ পেয়েছে ৬০ জন।

    এদিকে জেলার ১৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশের তালিকায় স্থান পেয়েছে মাত্র ৬টি প্রতিষ্ঠান। তন্মধ্যে ফেনী সদর উপজেলার ৪টি ও ছাগলনাইয়া উপজেলার ২টি প্রতিষ্ঠান রয়েছে।

    এগুলো হলো, ফেনী শিশু নিকেতন কালেক্টরেট স্কুল, সাউথ বল্লভপুর স্কুল অ্যান্ড কলেজ, ফেনী গার্লস ক্যাডেট কলেজ, পুলিশ লাইনস স্কুল, স্টারলাইন স্প্রাউট ইন্টারন্যাশনাল স্কুল এবং আমিন নেওয়াজ গার্লস হাই স্কুল।

    অপরদিকে, ফেনী গার্লস ক্যাডেট কলেজের ৫৬ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

    কলেজের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেন।

    আপনার মন্তব্য লিখুন
    Total Visitors : 539732

    প্রধান সম্পাদক : এস এম ইউসুফ আলী

    নির্বাহী সম্পাদক : শাহাদাত হোসাইন 

    বার্তা সম্পাদক : এম ডি ফখরুল ইসলাম

    তাসলিমা লিমু কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।

    হাজী শাহ আলম টাওয়ার , শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, ফেনী।

    মোবাইল: ০১৮১২-১৫৯৯৬১, ০১৯১৯-১৫৯৯৬১, ০১৮১১ ৬৪০৬০৮

    ই-মেইল : eusufpress@gmail.com, newsfenireport.com