অপো, ভিভো ও শাওমি ফোনেও স্যাটেলাইটের মাধ্যমে বার্তা পাঠানো যাবে




২৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং
sbit

কোয়ালকমের তৈরি প্রসেসরে চলা হালনাগাদ মডেলের অ্যান্ড্রয়েড ফোন থেকেও স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের সংযোগ ব্যবহার করে বার্তা পাঠানো যাবে। এ সুবিধা চালুর জন্য অপো, ভিভো, শাওমি, মটোরোলা, অনারসহ বিভিন্ন ফোন নির্মাতা কাজ করছে বলে জানিয়েছে কোয়ালকম টেকনোলজিস। স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) শুরুর আগে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছে প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠানটি। বিশ্বের মোবাইল অপারেটরদের সংগঠন জিএসএমএ আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস প্রদর্শনী শুরু হবে আজ সোমবার, চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।

কোয়ালকমের তথ্যমতে, স্ন্যাপড্রাগন স্যাটেলাইটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন থেকে জরুরি বিপদ বার্তা পাঠানো যাবে। শুধু তা-ই নয়, মোবাইলে নেটওয়ার্ক না থাকলেও অন্যদের বিপদ বার্তা পাঠানোর সুযোগ মিলবে।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে স্যাটেলাইটের মাধ্যমে ইমার্জেন্সি এসওএস সুবিধা চালু করে অ্যাপল। এ সুবিধা কাজে লাগিয়ে search আইফোন ১৪ সিরিজের ব্যবহারকারীরা স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বিপদ বার্তা পাঠাতে পারেন। এরই মধ্যে কয়েকজন search আইফোন ব্যবহারকারীর জীবন বাঁচাতে সাহায্য করেছে অ্যাপলের ইমার্জেন্সি এসওএস সুবিধা।