চীনের কোটিপতিরা কেন পাড়ি জমাচ্ছে সিঙ্গাপুরে




২৭ ফেব্রুয়ারী ২০২৩ ইং
sbit

চীন থেকে ধনাঢ্য পরিবারগুলোর সিঙ্গাপুরে যাওয়ার হার বাড়ছে। কমিউনিস্ট শাসনের অধীন থাকা ধনী চীনারা নিজেদের সম্পদ সুরক্ষিত রাখতেই এমনটা করছে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি খাতের কোটিপতিদের ওপর চীনের সরকারের নিয়ন্ত্রণ ও করোনাভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট পরিস্থিতির কারণে দেশটির অনেক ধনী ব্যক্তি নিরাপদ আবাস খুঁজছেন।

চীনের অনেক ধনী ব্যক্তি বলেছেন, ভবিষ্যতের কথা ভেবে তাঁরা সিঙ্গাপুরে পাড়ি জমানোর কথা ভাবছেন। অনেকে এর মধ্যে টিকিটও কেটেছেন।

ছয় দশক ধরে সিঙ্গাপুরে এক দলের শাসন চলছে। দেশটিতে শ্রমিক হরতাল ও রাস্তায় বিক্ষোভ নিষিদ্ধ। তুলনামূলকভাবে করও কম দিতে হয়। দেশের জনসংখ্যার বড় অংশ চীনা নৃগোষ্ঠী।

সিঙ্গাপুরে সম্প্রতি চীনাদের উপস্থিতি চোখে পড়ার মতো। তাঁদের অনেকেই সেন্টোসা আইল্যান্ডের কাছে বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। সেখানে থিম পার্ক, ক্যাসিনো ও গলফ ক্লাব রয়েছে।