এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) ইফতারের পর হতে বুধবার (৫ এপ্রিল) সেহেরীর পূর্ব পর্যন্ত শহরের বিরিঞ্চি এলাকাসহ পৌর এলাকার পৃথক স্থানে বিশেষ সাড়াশি অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
এরা হলেন মোঃ আল-আমীন (১৯) (গ্যাং লীডার), মেহেদী হাসান রাব্বি (১৯), মিনহাজ মিয়া (১৯), শহিদুল ইসলাম (২০), মনসুর আহমেদ (১৯), আশরাফুল ইসলাম (১৯), নাজমুল হাসান নাহিদ (১৯) এবং আদিব আলি সোহান (২০)।
ফেনীস্থ র্যাব-৭'র স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রুপটি স্থানীয় আল-আমীন নামক এক ব্যক্তির ছত্রছায়ায় পরিচালিত হয়। তাদের মূল কাজই হলো সন্ধ্যার পর একত্রিত হয়ে পরিকল্পনা অনুযায়ী কিছু সম্ভাব্য লোকেশনে ছড়িয়ে-ছিটিয়ে ছিনতাই করা।